গাজীপুরে ২ বাসে আগুন দিয়েছে পোশাকশ্রমিকরা
বাস চাপায় স্থানীয় অনন্ত গার্মেন্ট কারখানার নিরাপত্তা কর্মী নিহত হওয়ার জেরে গাজীপুরে দু’টি বাসে আগুন দিয়েছে পোশাকশ্রমিকরা।
শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
বাস চাপায় নিহত নিরাপত্তকর্মীর নাম মুন্না (৫৫)। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বলে জানা গেছে।
জানা গেছে, রাত ৮টায় কারখানা ছুটির পর নিরাপত্তা প্রহরী লাল নিশান হাতে নিয়ে গাড়ি থামিয়ে শ্রমিকদের নিরাপদে মহাসড়ক পার করার ব্যবস্থা করছিলেন। এ সময় ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই সময় আরো একটি বাসে অগ্নিসংযোগ করে এবং আজমেরী পরিবহনের আরো কয়েকটি বাস আটক করে ভাংচুর চালায়। এ সময় বিক্ষুব্দ শ্রমিকরা আরো বেশ কয়েকটি বাস ভাংচুর করে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়।
পুলিশ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ক থেকে শ্রমিকদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।