জাতীয়

হাসপাতালে আসাদুজ্জামান নূরকে আহত শিক্ষার্থীদের কিল-ঘুষি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে এসে তোপের মুখে পড়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।

আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর প্রিজন সেলে আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে তাদের দেখে ক্ষিপ্ত হন ওই হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী। 

এ সময় মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তারা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে চিৎকার করতে থাকেন।

পরে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএসএমএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে এসেছিলেন থেরাপি নেয়ার জন্য। সেখানে থেরাপি নিতে আসা আহত শিক্ষার্থীরা তাদের দেখে চিনে ফেলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button