খেলাধুলাফুটবল

১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘরের মাঠে হারল বার্সেলোনা

১৮৯৯ সালের ২৯ নভেম্বর যাত্রা শুরু করে বার্সেলোনা। সেই হিসেবে আজ শনিবার ক্লাবটির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিনে ক্লাবটির খেলা ছিল লা লিগার অপেক্ষাকৃত দুর্বল দল লাস পালমাসের বিপক্ষে। ইনজুরি কাটিয়ে ফিরেছিরেন তরুণ তারকা লামিনে ইয়ামালও। তবে তাতেও প্রতিষ্ঠাবার্ষিকী রাঙাতে পারল না কাতালানরা। হেরে বসেছে ২-১ গোলে।

অলিম্পিক স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় পালমাস। এরপর দারুণ এক গোলে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা সমতা ফেরালেও একটু পরই পালমাসের হয়ে জয়সূচক গোল করেন ফাবিও সিলভা। 

লাস পালমাস জিতলেও ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনারই। তবে লাস পালমাসের হয়ে গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন কাতালানদেরই সাবেক ফুটবলার ইয়াসপের সিলেসেন। ১৯৭১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারল বার্সেলোনা।

এই নিয়ে লিগে সবশেষ তিন ম্যাচেই জয়হীন থাকল বার্সেলোনা। এই সময়ে তাদের অর্জন মাত্র ১ পয়েন্ট। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হারের পর গত রাউন্ডে সেল্তা ভিগোর সঙ্গে তারা ড্র করেছিল ২-২ গোলে। টানা ব্যর্থতায় লা লিগায়ও আধিপত্য হারাল হ্যান্সি ফ্লিকের দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button