বগুড়ায় তেলের দাম বেশি রাখায় দুই দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত মূল্য অপেক্ষা (এমআরপি) তেলের দাম বেশি নেয়ায় বগুড়ায় দুটি দোকানে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি।
রবিবার (১ ডিসেম্বর) সকালে শহরের ফতেহ আলী বাজার এই অভিযান পরিচালনা করেন বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র, সম্প্রতি বগুড়ার বাজারগুলোর কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিচ্ছিল। এমন অভিযোগ পেয়ে বাজারে খোঁজ নিলে দুটি দোকানে সদ্যতা পাওয়া যায়। সেখানে প্রতি লিটারে ১৬৭ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকা।
পরে ভোক্তা অধিকার আইন অনুযায়ী শহীদুল স্টোরকে ১০,০০০ টাকা এবং সিদ্দিক স্টোরকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সয়াবিন তেলের মূল বেশি নেয়ার অপরাধে দুই দোকানে জরিমানা আদায় করা হয়েছে।