প্রধান খবরবগুড়া জেলাবিএনপিরাজনীতি

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস তারেক রহমান, বগুড়ায় আনন্দ মিছিল


নিজস্ব প্রতিবেদক: আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামীকে খালাস পাওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

রোববর (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার পরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল সাতমাথায় হয়ে শহর প্রদক্ষিণ করে।


আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সোলাইমান আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি মাহসান হাবীব মমি প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, মিথ্যাভাবে আওয়ামীলীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দকে আসামী করা হয়েছিল। আজ হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সকাল আসামীকে বেকসুর খালাস দিয়েছে। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে।


বক্তারা আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্র করছে, বিএনপি সকল ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।


সমাবেশে শেষে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল নেতৃবৃন্দ মুক্তি পাওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button