খেলাধুলাফুটবল

গেতাফেকে হারিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ, বেলিংহ্যাম-এমবাপ্পের গোল

লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় জয়ে তারা লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে। সবচেয়ে স্বস্তির বিষয়, গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোলমুখের সামনে তার পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। গেতাফের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলের জয়ে তার সঙ্গে জালের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যামও।

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। বার্সার (৩৪) চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদকে (৩২) টপকে দুই নম্বরে উঠে গেছে মাদ্রিদ ক্লাব।

রিয়াল দুটি গোলই করেছে প্রথমার্ধে। ৩০তম মিনিটে বেলিংহ্যাম পেনাল্টি থেকে জাল কাঁপান। আট মিনিট পর এমবাপ্পে গোল করেন।

দ্বিতীয়ার্ধে দুইবার গোলপোস্ট বাধা না হয়ে দাঁড়ালে গেতাফে পয়েন্ট ভাগাভাগি করতে পারতো।

এই বিভাগের অন্য খবর

Back to top button