প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় রাতের আঁধারে কৃষি জমির মাটি লুট, এক লাখ টাকা দণ্ড


নিজস্ব প্রতিবেদক: বেআইনিভাবে কৃষি জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার দায়ে বগুড়ার শাহজাহানপুরের একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রোববার রাত সাড়ে ১০ টার দিকে সুজাবাদ এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার জরিমানা করেন। আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন শাজাহানপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুজাবাদে বেআইনিভাবে কৃষি জমি থেকে অনেকদিন ধরে রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন আবু শহীদ মুহাম্মদ আজমল হক (৫৩)। এমন গোপন খবর পেয়ে গতকাল রাতেই সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষির জমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান আজমল।


পরবর্তীতে তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে তার পরিবার মুচলেকা দেয়। এরপর তাকে তার অপরাধের জন্য এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ডে আদেশ দেন আদালত। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে কারাদণ্ড হতে অব্যাহতি প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button