প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় শুরু হলো দুদিনের তথ্যমেলা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় আজ থেকে শুরু হলো দুই দিনব্যাপী তথ্যমেলা। আজ সোমবার (২ ডিসেম্বর) শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে মেলাটির আয়োজন করে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখা।

জেলা প্রশাসনের সহযোগিতায় মেলাটি চলবে পরের দিন মঙ্গলবার পর্যন্ত। এ উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে সনাক।

এদিন দুপুর তিনটার দিকে প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার হোসাইন মো. রায়হান, জেলা অতিরিক্ত সিভিল সার্জন শাহনাজ পারভীন।
উদ্বোধন পর অনুষ্ঠানে আলোচনা সভা হয়। এরপর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।


এছাড়া মেলায় সভাপতিত্ব করেন বগুড়া সনাকের সভাপতি অধ্যাপক ওসমান গনী। এতে আরও ছিলেন মেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, সনাকের সহ সভাপতি হোসনে আরা হায়দার, টিআইবির কাস্টার কো অর্ডিনেটর আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মেলায়।


দুই দিনব্যাপী তথ্য মেলায় ২৪ টি সরকারি ও ৫ টি বেসরকারি সংস্থা অংশ নিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button