প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় অনুমোদন ছাড়াই ১৫ ওষুধ তৈরি, মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ‘ফেয়ার ল্যাবরেটরী ইউনানি’ নামের এক ঔষধ কারখানায় অনুমোদনহীনভাবে ১৫ টির বেশি ওষুধ উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে ওই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তিনমাথা এলাকার এই প্রতিষ্ঠানের সন্ধ্যান পাওয়ার পর এখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, ফেয়ার ল্যাবরেটরী ইউনানি অনুমোদনহীন ওষুধ ছাড়াও ভেষজ উপাদান, অননুমোদিত রং মেশানো, সকল সিরাপ এবং ঔষধে নিষিদ্ধ স্যাকারিন মেশানোসহ অনেক অপরাধে জড়িত।

তিনি আরও জানান, পরে ওই প্রতিষ্ঠানের রং ও স্যাকারিন মেশানো ঔষধসমূহ ধ্বংস করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ওষুধ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button