প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি ও অনুমোদনহীন লেবেল ব্যবহার করে অন্য কোম্পানির পণ্য নকল করার দায়ে বগুড়ার লাকি বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে বগুড়া সদরের সুলতানগঞ্জ পাড়ায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. সাদমান আকিফ।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাকি বিস্কুট ফ্যাক্টরি অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি ও নকল পণ্য তৈরি করে আসছিল। এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের প্রমাণ পাওয়ার পর এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫০ ধারায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button