প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ার মসলা ফসলের চাষ দেখলেন সিরাজগঞ্জের কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় “বস্তায় আদা” এবং নতুন সম্ভাবনাময় মসলা ফসল “জিরা” চাষ দেখতে উদ্বুদ্ধকরণ ভ্রমন করেছেন সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার মো. মফিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

বগুড়ার কৃষি কর্মকর্তারা জানান, শিবগঞ্জের দেউলী ইউনিয়নের তালিবপুর গ্রামের চাষী মো. রিজ্জাকুল বারীর ৩০০০ এর অধিক বস্তায় আদা চাষ এবং কৃষ্ণপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সফল জিরা চাষী মো. সাইফুল ইসলামের জিরা ক্ষেত পরিদর্শন করেন উদ্বুদ্ধকরণ ভ্রমণে আগত অতিথিরা।

রহবল ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার মো. সাইফুর রহমান আগত কৃষক-কৃষাণীদের জিরা এবং বস্তায় আদা চাষে উপযুক্ত স্থান নির্বাচন, মাটি প্রস্তুত, বস্তা তৈরী, উপযুক্ত সময়, আদা এবং জিরা চাষে রোগ পোকামাকড় এর আক্রমণ প্রতিরোধে সিডিউল স্প্রে সহ বিভিন্ন বিষয়ে তথ্যমূলক বাস্তব কারিগরী বিষয়ে হাতে কলমে মাঠ প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্বুদ্ধকরণ ভ্রমণে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হান্নান আগত কৃষক-কৃষানীদের বসতবাড়ির আশেপাশে পতিত জমিতে মসলা ফসলের আবাদ এলাকা বৃদ্ধি করতে আহবান জানান। এ ছাড়া শিবগঞ্জে বহুমুখী কৃষি নিয়ে বিভিন্ন বিষয়ে তথ্য মূলক মাঠ প্রশিক্ষণ প্রদান করেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button