নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বগুড়া – নাটোর মহাসড়কের পৌর এলাকার কুচাইকুঁড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের অটোরিকশায় থাকা এক যাত্রী। এ সময় অটোরিকশায় থাকা আরো তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছে, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল ওই সিএনজিচালিত অটোরিকশা। নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও ওই যাত্রী নিহত হয়।

এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button