প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (০৭ ডিসেম্বর) সাজাপুর নামক স্থানে ঢাকা- বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শাজাহানপুরের সাজাপুরে মহাসড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ডিউটি টিম। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি মরদেহ রাস্তার পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। মরদেহ শনাক্ত করার কোন উপায় নেই। পরে টহল টিম লাশের মাংসপিণ্ডগুলো একত্রিত করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

পুলিশ জানান, মরদেহের এমন অবস্থা যে, শনাক্ত করার কোনো উপায় নেই। লাশের সুরতহাল শেষে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button