আন্তর্জাতিক খবর

দেশ ছেড়ে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

ব্যক্তিগত উড়োজাহাজে করে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

রবিবার (৮ ডিসেম্বর) দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন । তবে তার গন্তব্য কোথায়, তা এখনো জানা যায়নি। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

এর আগে, দমেস্কে প্রবেশের কথা জানায় সশস্ত্র বিদ্রোহীরা। তবে সেসময় রাজধানীতে সেনা মোতায়েনের কোনো চিহ্ন দেখা যায়নি। বিদ্রোহীদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দিদের মুক্ত করার এবং এবং সেদনায়া কারাগারে অন্যায় যুগের সমাপ্তি ঘোষণার খবর উদযাপন করছি।

সেদনায়া হল দামেস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার। সেখানে সিরীয় সরকারের হাতে আটক হাজার হাজার মানুষকে বন্দি রাখা হয়েছিল। এর কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহীরা ঘোষণা করে, তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে হোমসের মূল শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়ে উঠেছিল কেবলই সময়ের অপেক্ষা।

সূত্র: বিবিসি ও রয়টার্স। 

এই বিভাগের অন্য খবর

Back to top button