গাবতলী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে একজন খুন, আহত ২

বগুড়ার গাবতলীতে জমির ধান ভাগাভাগি করা নিয়ে দ্বন্দ্বের জেরে লাঠির আঘাতে সজল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজল তে‌লিহাট‌া দক্ষিণপাড়ার মিহির খোকার ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আহতরা হলেন তেলিহাটা গ্রামের মোঃ সোহেল রানা (৩২) ও মোঃ রুবেল (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির জমির ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দু পক্ষের মারামারি শুরু হলে লাঠির আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ধান ভাগাভাগি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button