![](https://boguralive.com/wp-content/uploads/2024/12/resize-350x300x1x0-image-249223-1733625134.jpg)
ভারতে বাংলাদেশের একাধিক দফতরে হামলা, জাতীয় পতাকায় আগুন দেওয়া ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ রোববার (৮ ডিসেম্বর) ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করবেন তারা।
এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ভারতীয় দূতাবাসে স্মারকলিপিও প্রদান করা হবে।