বগুড়ায় কার দুর্ঘটনায় জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে সৌমিক নামে এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের রাজাপুর এলাকার জয়বাংলা হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সৌমিক সদরের পশ্চিম পালশা এলাকার বাসিন্দা। শহরের জিলা স্কুলের ২০২৪ সালে এসএসসি পাশ করেন। এ সময় সৌমিকের সঙ্গে আবিব ও আভাস নামে তার দুই বন্ধু ছিল। তারা দুর্ঘটনায় আহত হন। তিন বন্ধুই ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন সদর থানার আওতাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম। তিনি জানান, তিন বন্ধু প্রাইভেট কার নিয়ে বেড়াতে বের হয়। জয়বাংলা হাট এলাকায় কোনো কারণে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে জমিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় সৌমিককে হাসপাতালে নেয়ার সময় সে মারা যায়। কিন্তু হাসপাতালে খোঁজ নিলে সৌমিকের লাশ পাওয়া যায়নি।
এসআই আমিনুল ইসলাম আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পারি তার পরিবার লাশ বাড়িতে নিয়ে চলে গেছে। আর বাকি দুজন হালকা ব্যাথা পেয়েছে।গুরুতর কোনো আহত হয়নি। তারাও বাসায় চলে গেছে।