জাতীয়প্রধান খবর

‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন বাংলাদেশের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এই সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে, যা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ২ ডিসেম্বর গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। এই রায় আসে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে।

এরপর ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন দেয়। ২ মার্চ সরকার প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করে।

তবে আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে আপাতত ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে বহাল থাকছে না। এ বিষয়ে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এই রায়ের মাধ্যমে বিষয়টি নিয়ে আইনি বিতর্ক পুনরায় সামনে এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button