খেলাধুলাফুটবল

বর্ষসেরা ফুটবল একাদশ ঘোষণা

সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিফপ্রো’। সেরা একাদশে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের আছেন সর্বোচ্চ ছয়জন। এছাড়া টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন। রিয়াল ও সিটির বাইরে জায়গা পেয়েছেন কেবল একজন- লিভারপুল ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন ২০২৩-২৪ মৌসুমে শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসও। রিয়ালের অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহাম, কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। এমবাপে অবশ্য বছরের প্রথম ভাগে খেলেছেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। সিটির চারজন এডেরসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। কারভাহাল, রুডিগার, এডেরসন ও রদ্রি প্রথমবার জায়গা পেয়েছেন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে।

বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ


গোলরক্ষক
এডেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

এই বিভাগের অন্য খবর

Back to top button