প্রধান খবরবগুড়া জেলা

বগুড়াসহ চার জেলায় ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন মেরামত কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাধীন উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন (৬০ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে আগামী রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

পিজিসিএলের আওতাধীন এলাকা হলো- রাজশাহী জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা। 

গত বুধবার পিজিসিএলের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের ১ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন ১২ ডিসেম্বর রাত ৮টা থেকে ১৫ ডিসেম্বর সকাল ৮টার মধ্যে (যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে) টাই-ইন/হুক-আপ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত পিজিসিএলের আওতাধীন বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব শ্রেণির গ্রাহক ৬০ ঘণ্টা গ্যাস পাবে না।

তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button