জাতীয়প্রধান খবর

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর প্রধান উপদেষ্টা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি দখলদার বাহিনী তাদের দোসরদের সহায়তায় পরিকল্পিতভাবে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে। এই নির্মম হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দেওয়া। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, শিল্পী, এবং সাহিত্যিকসহ দুই শতাধিক কৃতী সন্তান।

দেশের স্বাধীনতার লালিত বিজয়ের দুই দিন আগে এই বর্বর হত্যাকাণ্ড ঘটে, যা জাতিকে চিরস্থায়ী শোকের মধ্যে ফেলে। সেই থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button