বিনোদন
আল্লু অর্জুনকে গ্রেপ্তারের সময় পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি পুলিশ
‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে।
গ্রেপ্তাররের পর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।
এদিকে জানা গেছে, আল্লু অর্জুনকে গ্রেপ্তারের সময় সোজা বেডরুমে ঢুকে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি।