প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হলো আওয়ামী লীগ নেতাকে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে ফারুক হোসেন নামে এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।
ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জাবারীপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার আসামি ছিলেন এ নেতা।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজার থেকে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানান, ফের গ্রেপ্তারের চেষ্টা চলছে তাকে।