বগুড়ার আজিজুল হক কলেজে শহীদদের শ্রদ্ধাবিহীন বিজয় দিবস
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এবার বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পন এবং বিজয় র্যালি হয়নি। কলেজটিতে ৫৪ বছরের ধারাবাহিকতায় এমন পরিবর্তনে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পুষ্পার্ঘ অর্পন এবং বিজয় র্যালির কারণ জানতে কলেজটি অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি মাউশির ওয়েব সাইটে গিয়ে বিজয় দিবস উদযাপন সংক্রান্ত নোটিশ দেখার পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ১১ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর স্বাক্ষরিত বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচী সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বিজয় দিবসের কর্মসূচীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ভলিবল ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ থাকলেও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন এবং বিজয় র্যালি কথা উল্লেখ করা হয়নি।
এদিকে বিজয় দিবসে কলেজ কর্তৃপক্ষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ও র্যালির কর্মসূচী না রাখায় প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
প্রতিবাদে তারা বলেছেন, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং আড়াই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। এবার ৫৪ তম বিজয় দিবসে সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ বিজয় দিবস উদযাপনের নানান কর্মসূচি রাখলেও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের কোনো কর্মসূচি গ্রহণ করেননি এবং কোনো র্যা লীরও আয়োজন রাখেননি।’
উক্ত ঘটনায় তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ধিক্কার জানাচ্ছি। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে শুধুমাত্র বিজয় উৎযাপন মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার সামিল ।
সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাকিব প্রধান বলেন, আমাদের বিভাগ থেকে জানানো হয়েছে বাজেট স্বল্পতার কারণে এবার শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুল দেয়া এবং র্যা লী করা হবে না। এছাড়া অন্য প্রোগ্রামগুলোও কমিয়ে আনা হয়েছে। এটা শুধু আমাদের বিভাগে না সব বিভাগেই এভাবে জানানো হয়েছে। তিনি বলেন, শুধু এবারই আমাদের কলেজেই শহীদদের শ্রদ্ধা জানানো হয়নি। র্যালিও হয়নি। তবে রাজশাহী কলেজ, গাইবান্ধা কলেজ, বগুড়ার শাহ সুলতান কলেজে অধ্যক্ষসহ বিজয় র্যালি করেছে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলও দিয়েছেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব এবং জেলা শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিয়তি সরকার নিতু জানান, তারা বিজয় দিবস উদযাপন করছেন কিভাবে? জাতীয় পতাকা উত্তোলন করে, ভলিবল খেলে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। আমরা বিজয় দিবস উদযাপন করবো কিন্তু যাদের জীবনের বিনিময়ে পেলাম তাদের ছুড়ে ফেলে দেবো- এটা কি কোনভাবেই মেনে নেয়া যায়? এটা আমরা মানছি না। এটা কোন ধরণের বিজয় উদযাপন? এটা সরকারি আজিজুল হক কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যায় না।
এ বিষয়ে মোবাইল ফোনে সরকারি আজিজুল হক কলেজের অধ্য ক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, আপনি মাউশি’র ওয়েব সাইটে গিয়ে বিজয় দিবস উদযাপন সংক্রান্ত যে নোটিশ আছে সেটি ডাউনলোড করে আপনি একটি নেন এবং আমাকেও একটি সেন্ড করে দেন। দেখিতো আসলে আমি কি কি ভুল করেছি। নোটিশ সম্পর্কে তো আপনারই ভালো জানার কথা। আপনার কাছে থাকার কথা। সেটা আমাদের কাছ থেকে চাচ্ছেন কেন প্রশ্নে করলে তিনি মোবাইল ফোন কেটে দেন।