জাতীয়প্রধান খবর

ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানী ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ।

রেলের অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা ঢাকার এফডিসি ক্রসিংয়ে ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেছেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার গণমাধ্যমকে জানান, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button