আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচেই ব্রাজিলকে ১১ রানে হারিয়ে দিল আর্জেন্টিনা।
সোমবার বুয়েন্স এইরেসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলকে ১১ রানে হারিয়েছে আর্জেন্টিনা।
আগে ব্যাটিংয়ে নেমে আর্জেন্টিনা ৭ উইকেটে ১০৭ রান তুলেছিল। জবাবে ৯৬ রানেই গুটিয়ে যায় ব্রাজিল। আর্জেন্টিনার হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন ওপেনার অগাস্টিন রিভেরো। এছাড়া লুকাস রসি ২০ রান করেন। ব্রাজিলের হয়ে ১৬ রানে ৩ উইকেট নেন লুইস মরাইস।
ব্রাজিল রান তাড়ায় নেমে দলীয় ২ রান থেকেই তাদের উইকেট পতন শুরু হয়। শেষে ১৯.১ ওভারে তারা অল-আউট হয় ৯৬ রানে। অবশ্য দুই মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ সালেম ২০ এবং মিচেল আসাঙ্কো ২৯ রান করে প্রতিরোধ গড়েছিল। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে অল-আউট হয় ব্রাজিল। আর্জেন্টিনার হয়ে ৩ উইকেট নেন হারনান ফিনেল।
ব্রাজিলের বিপক্ষে জিতেও বিশ্বকাপে খেলা হচ্ছে না বিশ্বকাপে। ৮ ম্যাচে ৫ জয় এবং একটি পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে টেবিলে আর্জেন্টিনার অবস্থান চতুর্থ। আর ৮ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে সবার শেষে নবম স্থানে আছে ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল বারমুডা, ক্যামেন দ্বীপপুঞ্জ এবং বাহামাসের সঙ্গে কানাডকে নিয়ে একটা লিগ হবে। সেই লিগে জয়ী দল ওই অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার টিকিট পাবে।