আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি
দেশেই ছিলেন ওবায়দুল কাদের, জানতো না অন্তর্বর্তী সরকার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়ে ছিলেন। তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন, অথচ সরকার তা জানত না। যদি জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো। তিনি পালিয়ে যেতে পারতেন না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।