আবহাওয়াজাতীয়প্রধান খবর

শীতের মধ্যেই বৃষ্টির আভাস

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ ও আগামীকাল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের ফলে এই দুদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, বৃষ্টি শেষে আবারও কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে।

এই বিভাগের অন্য খবর

Back to top button