প্রধান খবরবিএনপিরাজনীতি

অসুস্থ খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ না হওয়ায় ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ওই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের।

বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম সাত্তার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।

ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সম্প্রতি দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button