মেক্সিকোর ক্লাব পাচুকাকে হারিয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে লুসাইলে পাচুকাকে ৩–০ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন কিলিয়ান এমবাপে, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের।
আগামী বছর বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। যে কারণে এ বছর এত বছর ধরে হয়ে আসা ক্লাব বিশ্বকাপের আদলে আয়োজন করা হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। ফিফার ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত এই নকআউট ফুটবল টুর্নামেন্টে আজ ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল কনক্যাকাপ চ্যাম্পিয়ন পাচুকা।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবেই সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল। অন্যদিকে এই ফাইনালের টিকিট পেতে পাচুকা লড়েছে মিসরের ক্লাব আল আহলি ও এরআগে দ্বিতীয় রাউন্ডে আমেরিকান ডার্বিতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর মুখোমুখি হয়েছিল পাচুকা। পাচুকা মিসরের ক্লাবটিকে ট্রাইব্রেকারে এবং ব্রাজিলের ক্লাব বোতাফোগোকে হারিয়ে এসেছিল ফাইনালে।
ফাইনালে এমবাপে ম্যাচের ৩৭তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ৫৩তম মিনিটে ব্যবধান ২–০ করেন রদ্রিগো। আর ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আগের রাতেই ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস জুনিয়র।