বগুড়ায় আ’লীগ নেতা ও তার স্ত্রীকে ডিম নিক্ষেপ, আদালতে না তুলেই কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ডিম নিক্ষেপ আর মিছিলের মুখে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শফিক ও তার স্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ সময় ডিম নিক্ষেপের পাশাপাশি মিছিলও করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে বুধবার রাত আটটার দিকে ঢাকার মোহাম্মদপুরে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গ্রেপ্তার হন। তারা গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌছিলে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। একপর্যায় তাদেরকে আদালতে না তুলে পুলিশ ও সেনা সদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, নিরাপত্তার কারনে শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আবেদন করা হয়। বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা আসামি শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।