প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যেতে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মোঃ নূরনবী নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার সময় শহরের কামাড়গাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নূরনবী জামিলনগর এলাকায় তার খালায় বাসায় বেড়াতে এসেছিলেন। বেলা ১২টার দিকে কামারগাড়ী এলাকায় রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এসময় সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button