খেলাধুলাফুটবল

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

আলোচিত তারকা হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছে।

আজ বৃহস্পিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার হামজার খেলার সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার।

বাংলাদেশী বংশোদ্ভূত হামজা ইংল্যান্ডের অনূর্ধ দলের হয়ে খেলেছেন। বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিচেস্টার সিটির হয়ে।

এই বিভাগের অন্য খবর

Back to top button