আওয়ামী লীগপ্রধান খবরবগুড়া জেলারাজনীতি

রাগেবুল আহসান রিপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বগুড়া ৬ আসনের সাবেক সাংসদ রাগিবুল হাসান রিপু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র‍্যাব-১৪ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। রিপুকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button