প্রধান খবরবগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ার আওয়ামী লীগ নেতা শফিককে স্ত্রীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিককে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাই গনহত্যাসহ ১২ মামলায় বুধবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আবু সুফিয়ানের স্ত্রী মোছা. লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য৷

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা আবু সুফিয়ান ও লিপি আক্তারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি তেজগাঁও শাখার একটি টিম গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আবু সুফিয়ানের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই -আগস্টের একাধিক গনহত্যা মামলা সহ মোট ১২ (বার)টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লিপি আক্তারের বিরুদ্ধে বগুড়া সদর থানার বিস্ফোরক আইনে মামলা আছে।

গ্রেপ্তার দুজনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button