বগুড়া সদর উপজেলা

বগুড়ায় দুই মাদ্রাসায় উসওয়ায়ে নববী ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার


নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় দুটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উসওয়ায়ে নববী ফাউন্ডেশন।

শুক্রবার সকালে বগুড়া সদরে বুজরুকবাড়ীয়া দাওয়াতুল হক বহুমুখী হাফেজিয়া আদর্শ মাদ্রাসা ও রানীরহাটের দাওয়াতুল হক বহুমুখী হাফেজিয়া আদর্শ মাদ্রাসার শিক্ষার্থীদের এই শীতবস্ত্র দেয়া হয়।

শীতবস্ত্র এই কর্মসূচিতে এ সময় উসওয়ায়ে নববী ফাউন্ডেশনের পক্ষে ভাইস চেয়ারম্যান মো. রাহাত কবিরসহ সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।


ফাউন্ডেশনের সদস্য মো. রেজওয়ানুল হক তাদের ফাউন্ডেশনের সম্পর্কে বলেন “উসওয়ায়ে নববী ফাউন্ডেশন” একটি নন প্রফিট অর্গানাইজেশন। এই নামের অর্থ ‘নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাত ও সীরাতের আলোকে সমাজ গড়ায় প্রত্যয়ে গঠিত আঞ্জুমান।’

মো. রেজওয়ানুল হক জানান, আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি ফরজে আইন শিক্ষা (যা প্রতিটি মুসলিমের জন্য ফরজ) নিয়ে ব্যাপকভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা খুব শীঘ্রই একটি বিশ্বমানের ইসলামিক স্কুল বগুড়ায় ও ঢাকায় এবং পাশাপাশি অনলাইনে ফরজে আইন কোর্স শিক্ষা চালু করছি ইনশাআল্লাহ।

এই বিভাগের অন্য খবর

Back to top button