আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার সাবেক এমপি রিপু‌কে কারাগা‌রে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ ( সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হ‌লে আদালতের বিচ‌ারক তা‌কে কারাগা‌রে পাঠ‌ানোর নি‌র্দেশ দেন।


এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভো‌ররা‌তে জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যাসহ ১৩টি মামলার আসা‌মি রিপু‌কে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল।
জানা গে‌ছে, বগুড়ার আদালতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাদের আনা হলে বিক্ষোভ মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটায় শুক্রবার অনেকটা গোপনে সাবেক সংসদ সদস্য রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।


বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার। তি‌নি ব‌লেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রিপুকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  


উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।  চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার প্রাসাদসম বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button