জাতীয়প্রধান খবর

দ্বিগুণ পণ্য নিয়ে আবার চট্টগ্রামে এলো সেই পাকিস্তানি জাহাজ

প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসা ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান’ নামের সেই জাহাজ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুবাই-করাচি হয়ে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

জানা গেছে, প্রথমের চেয়ে দ্বিতীয় ট্রিপে দ্বিগুণের বেশি কনটেইনার এনেছে জাহাজটি। এতে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতা, ডলোমাইট লুম্পস, ন্যাচারাল ডলোমাইট, শুঁটকি, ইউপিএস, আলু, রেডিয়েটর কোর ইত্যাদি মালপত্র এসেছে। আগামী রোববার জাহাজটি কনটেইনার খালাস ও খালি কনটেইনার লোডের জন্য বন্দরের এনসিটি জেটিতে ভিড়বে।

কনটেইনার লোড-আনলোড শেষ করতে দু’দিন লাগবে। যাওয়ার পথে জাহাজটি চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার জন্য ৪০০ টিইইউস (২০ ফুট দীর্ঘ হিসাবে) এবং মালয়েশিয়ার জন্য ৬০০ টিইইউস খালি কনটেইনার নিয়ে যাবে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্রতিষ্ঠান মেরিন ভেসেল ট্রাফিক ওয়েবসাইটে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রাম অভিমুখে রওনা হয় জাহাজটি। ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে সর্বশেষ কনটেইনার বোঝাই করা হয় জাহাজটিতে।

চট্টগ্রাম বন্দরের জাহাজ আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এবার জাহাজটিতে সম্ভাব্য ৮২৫ একক কনটেইনার এসেছে। এর পর খালি কনটেইনার নিয়ে ফিরে যাবে জাহাজটি।

উল্লেখ্য, দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে এমভি ইউয়ান জিয়াং ফা ঝান জাহাজটি চালু করেছে। রিজেন্সি লাইন্স লিমিটেড জাহাজটির বাংলাদেশের এজেন্ট। পানামার পতাকাবাহী জাহাজটি এর আগে গত ১১ নভেম্বর প্রথম দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছেছিলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button