শনিবার ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে লা লিগার শীর্ষস্থান খোয়াওল বার্সেলোনা।
২০০৬ সালের পর বার্সেলোনার মাঠ দুর্গ হয়ে উঠেছিল আতলেতিকোর জন্য। সেখানে অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি তারা। ১৮ বছর পর সেই দুর্গ জয় করে লা লিগার পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এল ডিয়েগো সিমিওনির। ১৮ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪১, ১৯ ম্যাচে বার্সার ৩৮ আর ১৭ ম্যাচে রিয়াল মাদ্রিদের ৩৭।
ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। আধঘণ্টা হতেই পেদ্রির গোলে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে গোলরক্ষক জ্যান ওবলাককে পরাস্ত করেন তিনি।
আধিপত্য দেখালেও স্বাগতিকরা বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি। রাফিনহার চিপ করা বল ক্রসবারে লাগে। বেশ কাছ থেকে নেওয়া ফারমিন লোপেজের শট পা দিয়ে রুখে দেন ওবলাক।
রবার্ট লেভানডোভস্কিও জাল খুঁজে পাননি। ৬ গজ বক্সের মধ্যে নেওয়া তার দুর্বল শট সহজেই ঠেকান ওবলাক।
গোলমুখের সামনে ব্যর্থ বার্সেলোনা ধাক্কা খায় ৬০তম মিনিটে। বক্সের প্রান্তে মার্ক কাসাদোর দুর্বল ক্লিয়ারেন্সে বল পান রদ্রিগো ডি পল, তারপর নিচু কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ম্যাচে নিজেদের গোলের দ্বিতীয় প্রচেষ্টাতে সমতা ফেরায় আতলেতিকো।
লিড নিয়েও যখন পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার হতাশায় ভুগছিল বার্সা, ঠিক তখনই তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় মাদ্রিদ ক্লাব। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নাহুয়েল মলিনার ক্রসে প্রথমবারের চেষ্টাতেই জালে বল জড়িয়ে দেন বদলি নামা আলেক্সান্দার সোরলোথ।
তাতে সব প্রতিযোগিতা মিলে টানা ১২তম জয় পায় আতলেতিকো মাদ্রিদ।