প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল মালেককে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. আব্দুল মালেক ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলী সরকারের ছেলে।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত সোয়া ৯ টার দিকে তাকে তার নিজ বাড়ি হতে গেপ্তার করা হয়। গেপ্তারের পর আসামিকে থানায় আনামাত্র বুকের ব্যথা অনুভব করলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ইসিজিতে কোন জটিলতা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আসামিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেফার্ড করে। চিকিসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button