প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ার রানার প্লাজায় তালা কাটার যন্ত্রসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের রানার প্লাজা মার্কেটে চুরির চেষ্টার অভিযোগে জামাল নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় আটক ব্যক্তির কাছে তালা কাটার যন্ত্রও পাওয়া যায়।

আজ রোববার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে শহরের নবাববাড়ি সড়কস্থ মার্কেটে এ ঘটনা ঘটে।

আটক জামাল কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, রানার প্লাজার ২য় তলায় বাথরুম থেকে জামাল নামে ওই ব্যক্তি সন্দেহজনক ভাবে বের হয়ে আসলে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্দেহ হয়। এ সময় তারা তাকে আটক করে সাথে করে ওই বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে সে তালা কাটার একটি যন্ত্র লুকিয়ে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সেরাজুল ইসলাম জানান, মার্কেটের লোকজনের কাছে খবর পেয়ে জামাল নামে ওই ব্যক্তিকে আটক করে এনেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের সাথে আর কারা ছিল সেগুলোও খতিয়ে দেখছি আমরা।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে রানার প্লাজায় মোবাইল মার্কেটের মোবাইল ভাইজান নামে আরও একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়

এই বিভাগের অন্য খবর

Back to top button