ফুটবল বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায়।
দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা। ফিফার কাছ থেকে এই অনুমতি পাওয়ার পর আগামী মার্চে দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় এই ফুটবলার। আর সেটি হলে ভারতকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দামি দল হবে বাংলাদেশ। যে কারণেই এই ফুটবলারকে ঘিরে বড় স্বপ্ন বাংলাদেশি ফুটবল প্রেমীদের।
বাংলাদেশ দল দামের বিচারে ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ, হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার।
অর্থাৎ জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন।