জাতীয়প্রধান খবর

শীতবস্ত্র নিয়ে ৬ দিনের সফরে উত্তরাঞ্চলে আসিফ মাহমুদ

উত্তরাঞ্চলের ১২টি জেলা পরিদর্শন এবং রংপুর ও রাজশাহী বিভাগের ১২৫টি উপজেলায় শীতবস্ত্র পৌঁছে দিতে ছয়দিনের সফরে ঢাকা ছাড়বেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ নিজেই।

আসিফ মাহমুদ বলেন, উত্তরবঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। রংপুর ও রাজশাহী বিভাগের ১২৫ টি উপজেলার জন্য আড়াই লাখ কম্বল পৌঁছে দিতে আসছি উত্তরবঙ্গে।

তিনি বলেন, মঙ্গলবার থাকব দিনাজপুরে। আগামী ৬ দিনের সফরে ১২টি জেলার ২৪ টি উপজেলা পরিদর্শন করব।

তিনি আরও বলেন, এছাড়া স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির জন্য সরেজমিনে পরিদর্শন করবো।

এই বিভাগের অন্য খবর

Back to top button