বিনোদন

আমি উপদেষ্টা হতে চাই না: সাদিয়া আয়মান

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান বলেছেন, আমি উপদেষ্টা হতে চাই না। সবার যে আসন নিতে হবে কিংবা রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন তো কোন কথা নেই। তো আমিও সেই আসন চাই না।

তিনি বলেন, কারণ, তাহলে তো আমি প্রাণ খুলে কথা বলতে পারব না। দেশের নাগরিক হিসেবে কোনো সমস্যা হলে যেই পয়েন্টগুলো ধরে কথা বলার কথা আমি আসনে বসলে সেই কথাগুলো বলতে পারব না। সো আমি না হয় কথা বলার লোকই থাকি, কাজের জন্য তো বড় বড় লোক তো আছেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাদিয়া আয়মান বলেন, রাজনীতি আমি বুঝি না। আন্দোলনের সময় আমি অনেক স্টাডি করেছি। যাই ঘটেছে সেগুলো সবসময় জানার চেষ্টা করেছি। আমি যখন ‘ল’ পড়েছি সে সময় আমার ক্রাইমের বই কিংবা ক্রাইমের কেইসগুলো স্টাডি করতে বেশ ভালো লাগতো।

এই বিভাগের অন্য খবর

Back to top button