প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একরাম হোসেন (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত একরাম শিবগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের চাঁদনিয়ে গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার আমতলী দাড়িদহ সড়কের পওতা নামক স্থানে অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মটরসাইকেল চালক একরাম হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।