প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার আলোচিত তুফান সরকার গ্রেফতার

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার রাতে বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই।

জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন তুফান। এছাড়াও তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, তুফান সরকারকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button