বগুড়া কারাগারে হঠাৎ অসুস্থ রিপু, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
বগুড়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পাঠানো হয়।
জানা গেছে, কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তির পরামর্শ দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
আরও জানা গেছে, রিপু হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি পূর্বে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসাও করিয়েছেন। এছাড়াও তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সমস্যা রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে র্যাব। পরের দিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপনে ছিলেন।