ধর্মপ্রধান খবর

মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল, কাজ করছে না ইন্টারনেট

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর কক্সবাজারের পেকুয়ায় মাহফিলে কয়েক লাখ মানুষের ঢল নেমেছে।

লাখো মানুষের চাপে দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করছে না মোবাইল ইন্টারনেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাহফিলে যোগ দিতে বিকেলে হেলিকপ্টারে করে আসেন। রাত ১০টার দিকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে।

ইতোমধ্যে মাহফিলের ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন মনিরুল ইসলাম মজুমদার। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button