দুবাই স্পোর্টস কাউন্সিল আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডে নানা বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার। বছরের অন্য সব আয়োজনের মতো এই আয়োজনেও সবার চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ৮টি পুরস্কার ঘরে তুলে দুবাইতে তাই রিয়ালেরই জয়জয়কার।
গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠেনি ব্যালন ডি অর। এ নিয়ে সেবার পুরো পুরস্কার বিতরণী অনুষ্ঠানই বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সেই পুরস্কার হাতে না উঠলেও কিছুদিন আগে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ভিনিসিয়াস। সেই ধারা বিজায় রেখে এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন রিয়ালের ভিনি। একই সাথে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতেই।
রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম মৌসুমে থাকা ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম দারুণ পারফর্ম করেছেন বছরজুড়েই। সেই সুবাদে এই তরুণ জিতেছেন বছরের সেরা মিডফিল্ডারের খেতাব। তরুণ ফুটবলারের ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ও জিতেছেন বেলিংহামই।
ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে ২০২৪ সালের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মারিদ। এই বছরের শুরুর ভাগে ইতিহাস গড়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তারা। অনুমেয়ভাবে বছরের সেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রিয়ালের ফ্লোরেন্তিনো পেরেজ।
সেরা ক্যারিয়ার অ্যাওয়ার্ড উঠেছে রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়ার হাতে।
ফিফার বর্ষসেরা কোচের খেতাব জেতা রিয়ালের কার্লো আনচেলত্তি জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা কোচের পুরস্কারও।