প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় দুর্বৃত্তের কোপে আবু সাঈদ নিহত


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদরে বাড়ির পাশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় দুবৃর্ত্তদের কোপে আবু সাঈদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পশ্চিম নিশিন্দারা এলাকায় এই ঘটনা ঘটে।


আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। পাশাপাশি সম্প্রতি বালু ব্যবসাও শুরু করেছিলেন তিনি।


বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবু সাঈদ গ্যারেজের পাশাপাশি সম্প্রতি বালুর ব্যবসা শুরু করেছিলেন। শুক্রবার রাত ১২টার দিকে তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে অজ্ঞাত ব্যক্তিরা। ফোন পেয়ে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন আবু সাঈদ। বাড়ি থেকে কিছুদুর যাওয়ার পর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুবৃর্ত্তরা।


পরে স্থানীয়রা টের পেয়ে আবু সাঈদকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।


আবু সাইদের চাচাতো ভাই ও রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক ছাত্র নেতা নিশাদ হোসেন বলেন, সাইদ বাড়িতেই ছিলেন। রাতে বাড়ির পাশে বের হয়ে ইন্টারনেট ব্যবহার করছিলেন তিনি। এ সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না। তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।


নিহততের বাবা ইউসুফ আলী জানান, আমাদের সাড়ে ৫ শতক জায়গা নিয়ে মামলা ছিল। তা নিষ্পত্তি হলেও টাকা পাওয়া যায়নি। কিন্তু আমার ছেলেকে কি কারণে কারা হত্যা করেছে তা আমরা বুঝতে পারছি না।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, আবু সাঈদের মরদেহ রাতেই শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। তবে হত্যার কারণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button